সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে বোপারা বল ‘টেম্পারিং’ করায় সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৫ রান পেনাল্টি দেন আম্পায়াররা। টস জিতে ফিল্ডিং নেওয়া বোপারা নিজের প্রথম ওভার করতে এসেই বল টেম্পারিং করে বসেন।
ইনিংসের নবম ওভারের খেলা চলছিল, উইকেটে তখন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। নিজের প্রথম ওভারের তৃতীয় বলটি করেন বোপারা। এরপরই অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা বোপারার কাছ থেকে বল চেয়ে নেন।
এরপরই টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁ হাত দিয়ে বল আড়াল করে ডান হাতের দুই আঙুলের নখ দিয়ে বল বিকৃত করার চেষ্টা করছেন বোপারা। বিষয়টি দুই আম্পায়ারের নজরে আসে। তার কাছ থেকে বল চেয়ে নেন আম্পায়ার। বলের অবস্থা পর্যবেক্ষণের পর নতুন বল নেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। সঙ্গে তাৎক্ষণিক শাস্তি হিসেবে ৫ রান পেনাল্টি দেওয়া হয় সিলেটের বিপক্ষে। যা যোগ হয় খুলনার স্কোরকার্ডে।
বল পরিবর্তনের পর ওই ওভারের তিন বল ও পরে আরও তিন ওভার বোলিং করেন বোপারা। এদিন ৪ ওভারে ৩৪ রান খরচায় কোনো উইকেট পাননি ডানহাতি এই পেসার। বিপিএলের সব আসর মিলিয়ে বল টেম্পারিংয়ের কারণে শাস্তি পাওয়া প্রথম ক্রিকেটার বোপারা।