fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

বিদেশি শিক্ষার্থী ভর্তির তালিকায় শীর্ষ স্থানে বশেমুরবিপ্রবি

                                           
হৃদয় সরকার
প্রকাশ : সোমবার, ১৫ মার্চ, ২০২১

বিশেষ প্রতিনিধিঃ- দেশের ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইজিসি) সর্বশেষ ৪৬তম বার্ষিক প্রতিবেদনে জানা যায়, দেশে চলমান ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েক শতাধিক বিদেশি শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা অধিক। প্রতিবেদনে জানা যায়, গেলো ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ২২১জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। যা দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর চেয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে একধাপ সামনে এগিয়ে আছে।

বশেমুরবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির দায়িত্বে থাকা শিক্ষক ড. দেবব্রত পাল জানান, ২০১৮ সাল থেকে বিদেশি শিক্ষার্থী ভর্তি হওয়া শুরু হয়েছে। ২০১৯ সালেও ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে সোমালিয়া ও নেপালের শিক্ষার্থীর সংখ্যা অধিক।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ ৪৬ তম বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ সালে দেশের শিক্ষা কার্যক্রম চলমান ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০টিতে ৪৮২ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে বশেমুরবিপ্রবিতে রয়েছে ২২১জন।

২০১৮ সালে এ সংখ্যা ছিল ৮০৪। অন্যদিকে ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টিতে ভর্তি হয়েছে ১ হাজার ৯৪৯ জন। সে তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।

ইউজিসির পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকের মধ্যে ২০১০ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩৫৯ জন, ২০১১ সালে ২১০ জন, ২০১২ সালে ৫২৫ জন, ২০১৩ সালে ৩২৬ জন, ২০১৪ সালে ৪৩২ জন, ২০১৫ সালে ৫৯৩ জন, ২০১৬ সালে ৩৫৫ জন, ২০১৭ সালে ৪৬২, ২০১৮ সালে বেড়ে তা ৮০৪ জন ভর্তি হয়েছে। তবে এর পরের বছর ২০১৯ সালে বিদেশি শিক্ষার্থী ভর্তি প্রায় অর্ধেকে নেমে ৪৮২ জনে দাঁড়িয়েছে।

এবিষয়ে সংশ্লিষ্টরা বলেন, দেশের সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমান সুযোগ-সুবিধা এবং আবাসন ব্যবস্থার অভাবে প্রতিবছর বিদেশি শিক্ষার্থী ভর্তির পরিমান কমে যাচ্ছে। তারা মনে করেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং আবাসন ব্যবস্থার উন্নতি করলে পুনরায় দেশে বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হবে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন