নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন প্রবাসী ফোরাম এর উদ্যোগে বিটঘর ইউনিয়নের ১৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৫ই ফেব্রুয়ারি শুক্রবার সাড়ে ১১ টায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও ফোরামের সমন্বয়কারি ফরহাদ হোসেন রুমেল এর সঞ্চালনায়।
অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির ফয়সাল।
প্রধান অতিথি ছিলেন, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুট কর্পোরেশনের সাবেক জি এম মোঃ ইদ্রিস সাহেব, নবীনগর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন আহমেদ, বিটঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী খান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শরিফ শওকত উসমান, বিটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সুলেমান ভূইয়া সোহাগ প্রমুখ।
বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিগণ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।
বিটঘর ইউনিয়ন প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন আহমেদ জয় জানায় ভবিষ্যতেও শিক্ষা সংক্রান্ত সকল ব্যপারে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন বিটঘর ইউনিয়ন প্রবাসী ফোরামের সমন্বয়কারী সাইফোর রহমান সোহাগ, মোঃ এনামুল হক, মোঃ নূর আলম ভূইয়া, মোঃ রায়হান ব্যাপারি, মোঃ ইয়াছিন মোল্লা, মোঃ জাহিদ মোল্লা, মোঃ এরশাদ মিয়া, মোঃ সজিব সাহা সহ আরো অনেকে।