fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

বিজয়া দশমী পূজা শেষে দেবী বিসর্জন

                                           
রতন মালাকার
প্রকাশ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ দূর্গাপূজার বিজয়া দশমীতে সকালেই পূজার মূল কাজ শেষ হয়। এরপর দেবী বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় সকল আনুষ্ঠানিকতা।

ব্লু বার্ডস সার্বজনীন পূজা সংসদ সহ শহরের বিভিন্ন পূজা মন্ডপগুলোতে বিজয়া দশমীর তিথিতে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। শ্রীমঙ্গল উপজেলা বিভিন্ন মন্ডপগুলোতে দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন শেষে ভক্তরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন।

শুক্রবার সকালে মন্ডপে মন্ডপে দশমী বিহিতপূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হয়।

করোনার কারণে এবছরও বিজয়ার শোভাযাত্রা হয়নি।

বিসর্জন শেষে প্রতিটি মন্দিরে শান্তি জল গ্রহণ করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমা বিসর্জন উপলক্ষে শহর জুড়ে নেয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম অর রশীদ তালুকদার বলেন, শারদীয় দুর্গোৎসব পালনে শ্রীমঙ্গলের আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে সার্বিক সহযোগীতার জন্য সনাতন ধর্মাবলম্বী, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে গত বৃহস্পতিবার প্রতিটি মণ্ডপ ও মন্দিরে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, ধূপ আরতি ও দেবী দুর্গার পূজা-অর্চনায় কেবলই ছিল মায়ের বিদায়ের সুর।

নবমীপূজায় দিনব্যাপী মণ্ডপগুলোতে মা দুর্গার কাছে সারা বিশ্ব থেকে করোনা মুক্তির জন্য প্রার্থনা করা হয়।

বাংলাদের পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু বলেন, আমরা অশুভকে বিসর্জন দিলাম। মা ফিরে গেছেন।সকল অমঙ্গল দূর হোক এটাই প্রত্যাশা। তিনি পুলিশ প্রশাসন সহ সকল কে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন