বাবাহীন পৃথিবী
বাবা তুমি কোথায় আছো,
আমায় বলতো।
সেখানেতে আমি তোমার ,
খুঁজতে যাবো গো।
সুখে তুমি নাই গো বাবা,
দুঃখে তুমি নাই।
এই জীবনে পাড়ি দিতে,
ভালো লাগে না আর।
হাসতে হাসতে হারিয়ে গেলে,
খোঁজতো নিলে না।
এমন করে চলে গেলে,
বুঝতে দিলে না।
ভাগ্য এখন বড় কঠিন ,
কষ্টে যায় দিন।
তোমার দেখা পেলে,
সুখ হবে একদিন।
এত কষ্ট ভাগ্যে আছে,
বুঝতে পারিনি।
এখন ভাবি জীবনটাকে
সুখের মাঝে ডুবাবো না,
কোনো একটা দিন।
জীবনে একদিন বড় হবো,
চাকরি করবো কোনোদিন।
সবাই থাকবে জীবনে,
বাবা থাকবে না সেদিন।
লেখকঃ বর্ষা
শিক্ষার্থী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া।
একাদশ শ্রেণী