বাগেরহাট প্রতিনিধিঃ কোষ্ট গার্ড পশ্চিম জোনের বেইস মোংলার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মোংলা থানা সংলগ্ন ডাংমারি এলাকা থেকে ০৯ ই ফেব্রুয়ারী ২০২২ বুধবার ভোরে ৪২ কেজি হরিনের মাংস জব্দ করে।কোষ্ট গার্ড সূত্রে জানা গেছে কোষ্ট গার্ডের উপস্হিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
জব্দকৃত হরিনের মাংস পরবর্তী আইনানুগ ব্যাবস্হা গ্রহনের জন্য ডাংমারি ফরেষ্ট ষ্টেশন অফিসে হস্তান্তর করা হয়েছে বলে কোষ্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।উল্যেখ্য হরিন সহ বন্যপ্রানী সংরক্ষনের জন্য সুন্দরবনে আইন প্রয়োগকারী সংস্হাগুলোর ব্যাপক তৎপরতা থাকা স্বত্তেও চোরা কারবারী ও শিকারীরা যেনো বেপরোয়া হয়ে উঠেছে।
সম্প্রতি বেশ কয়েকটি বাঘের চামড়া সহ ব্যাপক পরিমানে হরিনের চামড়া,মাংস ও অন্যান্য অঙ্গ উদ্ধার সবাইকে ভাবিয়ে তুলছে।