বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।এই সময়ে মারা গেছে একজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তে মোট ৯৬ জনের মৃত্যু
হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৭৪ জন।এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ২৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার(০৮
জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৭ জন, মোল্লাহাটে ২০, ফকিরহাটে
২৯, মোড়েলগঞ্জে ৮, মোংলায় ৫, চিতলমারী ১৪, কচুয়ায় ৫ এবং শরণখোলায় ৭ জন রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত২৪ ঘন্টায় ২৯৮ জনের নমুনা পরীক্ষায়১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।শতকরা
হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৫ শতাংশ।এই পরিস্থিতিতে আরও বেশি সতর্ক ও
স্বাস্হ্যবিধি না মানলে করোনা সংক্রমন প্রতিরোধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন
তিনি। প্রথম সাত দিন এবং পরবর্তী ঘোষিত সাত দিনের লকডাউনে মানুষকে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে না বেরোতে পরামর্শের পাশাপাশি আইন না মানলে কঠোর ভূমিকা পালন করছে প্রশাসন।সমস্ত জেলাব্যাপী প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে,প্রশাসনের সঙ্গে সমন্ময় করে,পুলিশ,আর্মি,র্যাব,বি জি বি,নৌবাহীনি,কোষ্টগার্ড ব্যাপক তৎপরতা চালাচ্ছে,নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক ভ্রাম্যমান টিম জেল সহ জরিমানা আদায় করছে।