বাগেরহাট প্রতিনিধিঃ কোভিড পরিস্থিতির অবনতির কারনে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাগেরহাট জেলার নয়টি উপজেলা ও তিনটি পৌরসভায় দুঃস্থদের অসুবিধার কথা চিন্তা করে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে ১৫০০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
গতকাল বৃহষ্পতিবার (০৮জুলাই) বিকালে বাগেরহাট মাঝিডাঙ্গাস্হ প্রগতি অটোরাইস এন্ড ফ্লাওয়ার মিলসএর লোডিং পয়েন্ট থেকে প্রত্যেক উপজেলা ও পৌরসভার প্রতিনিধিদের কাছে এই খাদ্য ও উপহার সামগ্রী হস্হান্তর করা হয়। এসব খাদ্য ও উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল,ডাউল,তেল,আলু,লবণ ও মাক্স। প্রত্যেক উপজেলা ও পৌরসভার প্রতিনিধিদের দায়িত্বে যাচাই বাছাইপূর্বক প্রকৃত সুবিধা পাওয়ার উপযুক্ত পরিবারকে বাছাই করে এই খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হবে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সাংসদ শেখ তন্ময়।