বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে অতি জরুরি করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কামাল হোসেন মুফতির নিকট এগুলো হস্তান্তর করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়
থেকে পাওয়া এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১৫টি অক্সিজেন সিলিন্ডার,পালস্ অক্সিমিটার ১০টি ও অক্সিজেন কনসেনট্রেটর ৫টি।
এসময় বাগেরহাটের সিভিল সার্জন কে. এম. হুমায়ুন কবির,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানার ওসি মো. মনিরুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, যুবলীগ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ উপস্থিত ছিলেন।