নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানাকে বিভাগটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । ৩ বছরের জন্য আগামী ৩০ জানুয়ারি থেকে তার কার্যকাল শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ্যাক্ট ১৯৭৩ এর প্রথম স্যাটিটিউট এর ৯ (১) ধারাবলে কতৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানাকে ৩০ জানুয়ারি ২০২১ পূর্বাহ্ন থেকে পরবর্তী ৩ বছরের জন্য বিভাগটির সভাপতি নিয়োগ দেওয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সকল সুবিধা ভোগ করবেন।