পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ পটুয়াখালী জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান বাবুল স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
গলাচিপার উত্তর আমখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম সভাপতি ও পটুয়াখালীর খাসেরহাট ডিজিটাল স্কুল এন্ড কলেজের মোঃ বশির উদ্দিন সাধারণ সম্পাদক সহ ৩৩জনকে পদধারী ও ৮জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়।
কমিটির সহ সভাপতি পটুয়াখালীর দড়িতালুক মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ দেলোয়ার হোসেন দুলাল, হাজিখালী মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ নজরুল ইসলাম, ডিবুয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ শাহাবুদ্দিন, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শবনম মুস্তারি, গলাচিপার বাদুরাহাট মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পটুয়াখালীর আব্দুল হাই বিদ্যানিকেতনের মোঃ নাসির উদ্দিন, গলাচিপার গুয়াবড়িয়া এ বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসাইন সবুজ, বাউফলের আতশখালী মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ মাহবুব আলম, ধুলিয়া স্কুল এন্ড কলেজের মোঃ জহিরুল ইসলাম, মির্জাগঞ্জ সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ আমিনুল ইসলাম, দশমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের কাজী হারুন অর রশিদ সহ ৪১জনকে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।