স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের বাউল মশাহীদ বান্ডারী, বাংলাদেশ টেলিভিশনে সারে নয় হাজার বাউলদের মধ্যে ২৮ নম্বরে পাস করেন।
তিনি ছোট বেলা থেকেই গান পাগল একজন মানুষ, এবং দেশের বিভিন্ন জেলাতে বাউল গান করে থাকেন,এচারাও তিনি একজন গীতিকার ও শুরকার যার গানই এক মাত্র সাধনা, তিনি বিগত ২০১৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে গানের প্রতিয়োগীতায় অংশ গ্রহন করার জন্য, একের পর এক গানের ইন্টাভিও দিয়ে যাচ্ছিলেন, দীর্গ্য পথ পারি দিয়ে, সুনামগঞ্জ জেলার মধ্যে একজনই তিনি ২৮ নম্বরে বিজয়ী হলেন,
বাউল মশাহিদ বান্ডারীকে নিয়ে বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্টান করা হয়, অনুষ্টানটির নাম হিজল টমাল,অনুষ্টানটি ১০ই মার্চ সকাল ৭ টা ১৫ মিনিটে বাংলদেশ টেলিভেশনে অনুষ্টিত হবে,অনুষ্টানে থাকবে বাউল মশাহীদ বান্ডারীর সাক্ষাতকার এবং ওনার গাওয়া গান, বাউল মশাহিদ বান্ডারী
তিনি দেশ বাসি সবাইকে অনুষ্টান দেখার আমন্তন জানিয়েছেন।