চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা দিবসে অগণতান্ত্রিক সরকারের নৃশংসভাবে হতাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল টি হয়।
৩০ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে নাচোল কলেজ গেটের সামনে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে রেলস্টেশন এলাকায় সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম এমপি।
আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোসাদ্দেকুর রহমান, সহসম্পাদক মো. দূরুল হুদা, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।
সভায় বক্তারা পুলিশের গুলিতে নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।