বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষকলীগের জাতীয় কমিটিতে সদস্য পদে মনোনীত হয়েছে সাবেক ছাত্রনেতা ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বুধবার (৭ এপ্রিল) বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ ছমির চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওয়াসিম সাজ্জাদ লিখনকে জাতীয় কমিটির সদস্য মনোনীত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত গত ৩ এপ্রিল কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনটির গঠনতন্ত্রের ৯ (ক-১) ধারা মোতাবেক তাকে জাতীয় কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে জনপ্রিয় ছাত্রনেতা মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের বারবার নির্বাচিত ভিপি ও জিএস বর্তমান জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনকে বাংলাদেশ কৃষকলীগের জাতীয় কমিটিতে সদস্য পদে মনোনীত করায় জেলা কৃষকলীগসহ আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মামুন অর রশিদ বিজন / দৈনিক দেশান্তর