স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী নবীন লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফুর রহমান সুইট ও সাধারণ সম্পাদক মো: রুহুল কুদ্দুস শাহীনের স্বাক্ষরে বাংলাদেশ আওয়ামী নবীন লীগ কেন্দ্রীয় কমিটির নাট্য ও শিল্পকলা বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন,বর্তমানের বাংলা নাটক জগতের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও চলচিত্র শিল্প উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং বাংলাদেশ আওয়ামী নবীন লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন গাজীপুরের কৃতি সন্তান,মেধাবী,ত্যাগী ও পরিশ্রমী ছাত্র নেতা জনাব সাজ্জাত খান জয়।
সাংগাঠনিক সকল নিয়ম মেনে চলার তাগিদ দেন সভাপতি লুৎফুর রহমান সুইট।সাধারণ সম্পাদক মো: রুহুল কুদ্দুস শাহীন বলেন,জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকেই ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।সাজ্জাত খান জয়,তানজিন তিশা ও নুসরাত ফারিয়া আওয়ামী নবীন লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিজ নিজ দায়িত্ব পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হউন।