ওরে বসন্ত এলো রে মনের ধরায়,
ফুলেরও সুবাসে ফাগুন উঠেছে যে দুলে।
চলোরে মনেরও গান গায়,
আজি বসন্ত এসেছে ধরায়।
দেখ পাখিরাও আজ গাইছে বেশ
আর প্রকৃতিও আজ মেতেছে নৃত্যে।
ওই দেখ একজোড়া গোলাপ
তারই পাশে খলখলিয়ে হাসছে।
আজি ঋতুরাজ যে নেড়েছে কড়া
প্রকৃতি থেকে মুছেছে রুক্ষতা।
আজি ফুলেরও রাজ্যে ভরা মৌসুম
চারিদিকে শুধু নয়নাভিরাম ফুল আর ফুল।
ওই দ্যাখো কৃষ্ণচূড়া ও পলাশফুলও উঠেছে যে হেসে ভ্রমররাও তাই দলবেঁধে চলে।
ফুটেছে যে ফুল প্রান্তরে প্রান্তরে
বৃক্ষে নতুন পত্র জাগে।
নতুনের ভিড়ে রুক্ষতা মুছে
হাজারো পাখি গাইছে যে গান
পত্র মুকুল এর ভিড়ে।
শত ললনার বাসন্তী রং শাড়িতে
কানাইরা সব বাজাইছে বাঁশি চাহিছে ধরিতে। রমণীরাও আজ সেজেছে দেখ
কঙ্কন ও ফুল মালঞ্চ দিয়ে।
ওরে আজি বসন্ত এলোরে ধরায়।
মনেরও সুখে বাসন্তী রং মেখে
চলো সব বসন্তের গান গায়।
গানে গানে চলো মাতিয়ে ধরা
ঋতুরাজেরে করি বন্দনা।
চলো বসন্তকে আজ স্বাগত জানিয়ে
করি বরণ মোরা একসাথে তাকে।
তনুশ্রী রানী ঘোষ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়