নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বর্জপাতে গরু আনতে গিয়ে রেজাউল ইসলাম (৬২) নামের এক কৃষকের আকস্মিকভাবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মে) দুপরে উপজেলার ইসবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে।
জানা গেছে, রেজাউল ইসলাম সকালে নিজেদের গৃহপালিত গরুকে ঘাস খাওয়ার জন্য বাড়ির পাশে একটি ধান ক্ষেতে বেঁধে আসে। তারপর বৃষ্টির হওয়ার আশংকা দেখে তিনি নিজেই ওই জমিতে গরু আনতে যায়।
পরে ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময়ে তার গায়ের উপর একটি বর্জপাত পরে। এতে করে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের ১নম্বর ইউপি সদস্য মো. রেজাউল আকন্দ বলেন, নিহত ব্যক্তি একজন কৃষক এবং খুব সহজ সরল স্বভাবের মানুষ ছিলেন। বর্জপাতে তার আকস্মিকভাবে মৃত্যু হয় এতে আমরা সকলে মর্মাহত।