ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইসলামিক শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ববি ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে সভাপতি,সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন শায়েখে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
রোববার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এসএইচ টাওয়ারের ২য় তলায় বাৎসরিক সম্মেলনটি অনুষ্ঠিত।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. শাহীন মাহমুদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুল হোসেন এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নূরুল করীম আকরাম এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদক মাহবুব হোসেন মানিক।
সম্মেলনের সভাপতিত্ব করেন এস.এম. তৌহিদ বাশার। নবনির্বাচিত নেতৃত্বদের শপথবাক্য পাঠ করান চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।