বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি ২০২২-এ সহ-সভাপতি (ভিপি) মোঃ খায়রুল ইসলাম সোহাগ এবং সাধারণ সম্পাদক (জিএস) মোঃ সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) জীবন বৃত্তান্ত যাচাই-বাছাইয়ের পর পদাধিকারবলে থাকা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নির্বাচিত সদস্যরা আগামী এক বছরের জন্য বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত ভিপি মোঃ খায়রুল ইসলাম সোহাগ বলেন, ‘এর আগে আমি প্রচার সম্পাদক হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করায় আরো বড় দায়িত্ব পেলাম। বিভাগের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। আশাকরি এবার সবকিছু ঠিক থাকলে অত্র বিভাগকে শিক্ষকদের পরামর্শ নিয়ে অনন্য স্থানে নিয়ে যেতে পারবো। ‘
এ বিষয়ে নবনির্বাচিত জিএস মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ‘শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। যেহেতু এই অ্যাসোসিয়েশনটি বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই আমরাও সেভাবে উপদেষ্টামন্ডলীর নির্দেশনা অনুযায়ী কাজ করবো।’
১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাদিম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর, দপ্তর সম্পাদক আশরাফুল জান্নাত, উপ-দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফাইল হোসেন (পিয়াস), প্রচার সম্পাদক আলবির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন এবং সদস্য হিসেবে মোঃ ফয়সাল সরদার, মোঃ আল-আমিন, আহনাফ আসলাম, হৃদয়ান হক শুভ নির্বাচিত হয়েছেন।