fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন হলো ৫ নং ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ

                                           
প্রকাশ : সোমবার, ৩১ মে, ২০২১

ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনূর্ধ্ব-১৭) ২০২১এর ফাইনাল খেলায় ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়েছে। ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ বনাম বলদিয়া ইউনিয়ন পরিষদ এর মধ্যকার ফাইনাল খেলায় বলদিয়া ইউনিয়ন পরিষদকে ০২ : ০০ গোলে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, দীপক কুমার দেব শর্মা,উপজেলা নির্বাহী অফিসার,ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আলহাজ্ব শাজাহান সিরাজ, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা। উদ্বোধন করেন, জনাব নূরুন্নবী চৌধুরী খোকন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভূরুঙ্গামারী। আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা। সঞ্চালনা করেন, জনাব আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা ও সাধারন সম্পাদক, ভূরুঙ্গামারী উপজেলা ক্রীড়া সংস্থা।

আমন্ত্রিত অতিথি হিসেবে যারা ছিলেন, শাজাহান আলী, প্রধান শিক্ষক, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। ভাইচ চেয়ারম্যান দ্বয়, উপজেলা ভূমি অফিসার, যুব অফিসার, সদর ইউনিয়ন পরিষদ পেনেল চেয়ারম্যান আনিছুর রহমান অনিস, প্রেসক্লাব এর সভাপতি আনারুল হক, এমদাদুল হক মন্টু, সহকারী শিক্ষক পরিমল চন্দ্র সাহা, কাঞ্চন কুমার দেব, ফিরোজ হায়দার, জনাব চঞ্চল মাহামুদ হাওলাদার সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

মোঃ হেদায়েতুল ইসলাম খান রোমান, প্রতিষ্ঠাতা পুরাতন থানা স্পোর্টিং ক্লাব, জয় বিশ্বাস, ক্রিয়া সম্পাদক, ভূরুঙ্গামারী ফাউন্ডেশন, মাহাদী হাসান সামী, ক্রিয়া সম্পাদক, ভূরুঙ্গামারী ফাউন্ডেশন সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের গোলরক্ষক ইমতিয়াজ আহমেদ আইনুন ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার গ্রহন করেন। তিনি খুবই উচ্ছ্বসিত হয়ে জানান এখন সময় সামনে এগিয়ে যাওয়ার ভূরুঙ্গামারীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তাদের সাপোর্ট না পেলে হয়তো আজকে এই পর্যায়ে আসতে পারতাম না।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন