fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ এগিয়ে চলছে

                                           
মো. মাইদুল ইসলাম/ সরকারি তিতুমীর কলেজ
প্রকাশ : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ এগিয়ে চলছে। যেন আজও পথ দেখাচ্ছেন জাতির পিতা। রোববার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এক ভার্চুয়াল সেমিনারে এসব কথা বলেন।

“বঙ্গবন্ধুর দেয়া লড়াকু মন এবং বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় রূপান্তর” বিষয়ে এক ভার্চুয়াল সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আয়োজনে এই ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ড. আতিউর রহমান যুদ্ধবিদ্ধস্থ বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় রূপান্তরে বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।

তিনি বলেন, নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা শুরু থেকেই বঙ্গবন্ধুর রাজনীতির কেন্দ্রে ছিলো। সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রের কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক নীতি নিশ্চিত করেছিলো তাঁর সংবিধান।

সেমিনারে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তবে তরুণ প্রজন্মকে বেশি কাজ করতে হবে তার স্বপ্ন পূরণে। তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে।

কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা মুক্তার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন, অধ্যাপক ড. রতন সিদ্দিকীসহ কলেজের সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।

এছাড়াও কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন