বইমেলা হলো প্রকাশক,পাঠক, ক্রেতা আর
লেখকদের প্রাণের উৎসব। আমরা প্রতিনিয়ত বিশ্বায়নের ফলে,আধুনিকায়নের ফলে,পশ্চিমা সংস্কৃতির ফলে দিনে দিনে যান্ত্রিক হয়ে যাচ্ছি।অধিক হারে মোবাইল ফোন,ল্যাপটপ সহ বিভিন্ন ডিভাইস ব্যবহারের ফলে বই পড়ার আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে তরুণ তরুণীদের মধ্যে।
প্রতিবছর বই মেলায় যুক্ত হচ্ছে নতুন লেখক, কবি,পাঠক। লেখকের সাথে পাঠকের দেখা,অটোগ্রাফ, ছবি তোলা,এক ফ্রেমে বন্দী হওয়ার সুযোগ হয়। প্রকৃত অর্থে পাঠক এবং লেখক দুজনে এক সুতোয় গাঁথা।আমার প্রতি বছর বইমেলা যাওয়া হয়।বইমেলা মানে আমার কাছে নতুন নতুন বই সংগ্রহ করা,প্রিয় লেখক – কবিদের সাথে মতবিনিময় করা,নতুন বইয়ের গন্ধ নেয়া। প্রতিববছর ই বইমেলা আমার কাছে অনেক আনন্দের।ব্যস্ততার কারনে এবছর বইমেলায় আমার বই আসেনি।গতবছর আমার লেখা উপন্যাস ” ডিভোর্স পেপার” পাওয়া যাচ্ছে বইমেলায়। তাছাড়া ও গতবছর প্রকাশিত কবিতার বই ” পরিসমাপ্তি ” পাওয়া যাচ্ছে। এবং সেরা কবিতা নিয়ে “বাংলার উদীয়মান কবি ” বইটিতে আমার লেখা কবিতা রয়েছে। সব মিলিয়ে এবারের বইমেলা আমার কাছে অনেক বেশি স্পেশাল।
আগামী বছর ইনশাআল্লাহ নতুন বই নিয়ে আসবো বইমেলায়।অবসরে লেখা লেখি ভালো লাগে।তাই লেখার প্রতি একধরণের টান রয়েছে।এখন দায়িত্ব বেড়ে গেছে। তাই লেখা লেখির প্রতি আরো মনোযোগী হওয়া উচিত বলে মনে করি।