প্রেম যদি হয় নির্মল
মোঃ নূরহোসেন
তোমার প্রেম যদি হয় নির্মল
আমার,কবর মাঝে ফেলিও তোমার
দুটি চোখের জল।
দুহাত তুলে খোদার কাছে
করবে মোনাজাত।
ফিরাবেনা হয়তো তোমার
দুটি খালি হাত।
তোমার কান্না যেন বেহেস্ত মাঝে
ফলায় মেওয়া ফল।।
এই সমাজে ভাবতে পারে
তোমায় কলঙ্কিনী।
তোমার মূল্য আছে সেথায়
গড়ছে তোমায় যিনি।
বুঝবেন তিনি আসল নকল
যদি থাকে ছল।
খোদার কালাম পড়বে তুমি
করবে মোনাজাত।
নামাজ শেষে চোখের জলে
তুলবে দুটি হাত।
ঠাঁই যেন পাই দু’জন মোরা
একই ছায়াতল।
প্রেম যদি হয় নির্মল।