“প্রিয়াঙ্গনা”
তোমাকে পলকখানি দেখতে পেয়ে
শান্ত এ মন পরিশেষে,
বেদনাময়ী তিনটি বছর
কেটে গেছে এ কোন আবেশে।
হেটেছি কত পথ–ক্লান্ত পরিশ্রান্ত,
হাতটি ধরে ঘুরেছো তুমি শহরের প্রতিটি প্রান্ত।
শৈল্পিকতার ছোয়া ছুতে পারেনি
তোমার বাহারী অঙ্গে,
আমি তো জানি তোমরা মেয়েরা
জন্মগতভাবে এক একটি ঢঙ্গে।
লেখকঃ তৌসিফ শুভ আশিক, শিক্ষার্থী কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট।