চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের-এর.চলিত মেম্বার,
শহিদুল ইসলাম,নাসিম (মেম্বার) এর নেতৃত্বে, অবৈধ ভাবে ৩০বিঘা আবাদি ধানী জমি নষ্ট করে রমরমা চলছে প্রশাসনকে তোক্কা না করে এবং প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চালিয়ে যাচ্ছে পুকুর খনন।
শহিদুল মেম্বারের বক্তব্য নিলে সাংবাদিকদের জানান, আমি গুচ্ছ গ্রামের মাটি দেওয়ার জন্য আমাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি নেওয়া হয়েছে।
শহিদুল মেম্বার আবাদি ধান ক্ষেত নষ্ট করে পুকুর খননের এক্সট্রাভেটার দিয়ে আনুমানিক ৩০ বিঘা ধানি জমি নষ্ট করে ক্ষমতার জোর দেখিয়ে সরকারি আইন বিধিমালা ভঙ্গ করে গোপনে চালিয়ে যাচ্ছে ধানিজমিতে কন্টাকে পুকুর খনন।
এলাকাবাসীর অভিযোগ উঠেছে ওখানে পুকুর হয়ে গেলে আমাদের আশেপাশের ধানক্ষেতের চরম ক্ষতির আকার ধারণ করবে বলে জানান ২নং ওয়ার্ডের এলাকাবাসীরা
এদিকে জানা যায় শহিদুল মেম্বারের খুঁটির জোর এর কারণে এলাকাবাসী মুখ খোলা থেকে বিরোধ রয়েছে।
ভোলাহাট এসিলেন্ট ইউএনও বক্তব্যে সূত্রে জানা যায়, গুচ্ছগ্রামের মাটি দেওয়ার ও পুকুর খননের বিষয়টি শহিদুল মেম্বারকে কোনো অনুমতি দেওয়া হয়নি।