যবিপ্রবি প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আকরামুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহিদ মসিয়ূর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি শিলা আক্তার, শহিদ মসিয়ূর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক ঈসাদ হোসেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন ও সদস্য মোঃ আল জুবায়ের রনি।
এছাড়াও উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।