ঈদুল ফিতরে আসছে লুৎফর হাসান ও নুজহান সাবিহা পুষ্পিতার “বৃষ্টির রেলগাড়ি”। সম্প্রতি বেশ ক’টি গানে জুটি বেঁধেছেন ‘ঘুড়ি’ খ্যাত শিল্পী লুৎফর হাসান ও ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা। ‘বৃষ্টির রেলগাড়ি’তে এ-জুটির প্রথম যাত্রা। গানটি মুক্তি পাবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
শিল্পী লুৎফর হাসানের কথা ও সুর এবং জনের সংগীতায়জনে ইতোমধ্যে গানের অডিও-ভিডিও সম্পন্ন। আল মাসুদের পরিচালনায় গানের সাথে অভিনয় করেছে পুষ্পিতা ও অন্তু, আছেন লুৎফর হাসানও।
পুষ্পিতা বলেন, গানের কথা, সুর, সংগীত সবই এত ভালো যা আমার জন্য আশীর্বাদের মতো। গানটি গেয়ে আমি খুব আনন্দিত।
লুৎফর হাসান বলেন, বরাবরই আমি প্রতিশ্রুতিশীলদের মধ্যে যারা বেশ মেধাবী, তাদের নিয়ে কাজ করতে পছন্দ করি। সেই জায়গা থেকে পুষ্পিতার কণ্ঠ আমায় টানে। ফলে একসাথে অনেকগুলো কাজ করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। যার শুরুটা হচ্ছে এই গানটি দিয়ে। আশা করি কাজটি ভালো লাগবে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে ১৩ মে ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে একাধিক মাধ্যমে।
মামুন অর রশিদ বিজন / দৈনিক দেশান্তর