fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

পাবনায় শেষ বিকেলে বসন্ত বরণ 

                                           
শাবলু শাহাবুদ্দিন
প্রকাশ : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

সারাদিনে পাবনার কোথাও বোঝা যায় নি আজ কোন বিশেষ একটি দিন। বেলা তিনটার পরে হালকা হালকা বোঝা যায় আজকে বছরে বিশেষ কোন একটি দিন। বসন্ত বরণ। কারো মাথায় ফুলের তোরা। কেউবা শাড়িতে। ছেলেরা পাঞ্জাবি পরে ক্রম ক্রমে জোর হতে থাকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে। উৎসবে পরিণত হতে বেশি সময় লাগে না। বেলা চারটার মধ্যে লোকে পরিপূর্ণ হয়ে যায় পাবনা এডওয়ার্ড কলেজের মেইন গেট মাঠ, একাডেমি ভবন মাঠ, লিচু তলা মাঠ এবং আমনাকানন মাঠ। অল্প সময়ের মধ্যে আয়োজন করে বসে যায় ফুলের দোকান। ছেলে, মেয়ে, বড়, বাচ্চাদের প্রধান আকর্ষণ ফুলের তোরা, গোলাপ ও রজনীগন্ধার স্টিক। সবার হাতে হাতে ফুল। বসন্তের ফুল। কেউবা ফুল হাতে অপেক্ষা করছে প্রিয় জনের জন্য। বসন্ত বরণের সাথে কেউ কেউ পালন করছে ভালোবাসা দিবসও বটে। বুলবুল কলেজের একজন শিক্ষার্থী বলেন,”বসন্ত উপলক্ষে ফুল কিনলেও আমি মূলত ফুলটি কিনেছি আমার প্রিয় জনের জন্য।”

শিশু হালিমা বলেন, “আমি এবং আমার আম্মু বসন্ত বরণ করে নিতেই ফুলের তোরা কিনে মাথায় দিছি।”

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো: রাসেদ বলেন, “দিনটি আমাদের মনে নতুন দিগন্তে সূর্য উদয়ের মত।”

এডওয়ার্ড কলেজের একজন ছাত্র মো: হারুন অর রশিদ বলেন, “বিশেষ কোন প্রতিষ্ঠান থেকে তেমন কোন আয়োজন করে বরণ করেনি এই বিশেষ দিনটিকে। তাই আমরা আমাদের ব‍্যক্তিগত উদ্যোগ থেকে বরণ করে নিচ্ছি দিনটিকে।”

ফুলের দোকানদার বাচ্চু বলেন, “সারাদিন তেমন একটা ফুল বিক্রি করতে পারি নাই। তবে এখন খুব চলছে।”

ফুলের দোকানের পাশাপাশি বেশ কয়েকটি ফটোশপের স্টলও বসেছে। ছবি তুলছে মনের আন্দোলন সবাই। শেষ বিকেলে পাবনার সবাই বসন্তেকে বরণ করে নিছে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন