স্টাফ রিপোর্টারঃ কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নে,লিংকরোড় এলাকায় পানি বন্দী মানুষের মাঝে শুকনা খাবার বিতরন করেন, সামাজিক সংগঠন (স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠন)৷
উপস্থিত ছিলেন, স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি, হাফেজ মোঃ রিয়াজ, সদস্য মাঈন উদ্দিন, সদস্য নাজিম উদ্দিন, সদস্য মনিরুল আলম ও রবিউল ইসলাম। প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজ বলেন, কক্সবাজার জেলাই আড়াই লক্ষ মানুষ পানি বন্দী, অনেকে আছে দুপুর বেলা না খেয়ে রাত্রে বেলাই খাই, তাও যদি কোন মানুষ ত্রান দিলে। অনেকের বাড়ি ঘর নাই, রান্না করার মত সামর্থ নাই,তাদের পাশে যদি আমরা সবাই মিলে কিছু খাবার তুলে দিতে পারি, তাহলে তারা কিছুটা আহার পারবে, সবাইকে বলব ঘরহারা পানিবন্দী মানুষের পাশে দাড়ানোর জন্য, যতটুকু পারি তাদেরকে সাহায্য করব।