মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে জিহান হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা রায়পুর ইউনিয়নের শালদহ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জিহান হোসেন শালদহ গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান,জিহান হোসেন বাড়ির মধ্যে খেলা খেলছিলো। কিছুক্ষন পর তাকে আর খুঁজে পাইনি পরিবারের সদস্যরা। পরে বাড়ির পার্শে একটি গর্তে জিহান হোসেনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। প্রতিবেশিদের ধারনা খেলা খেলার সময় জিহান হোসেন অসাবধানতাবসত পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু।