নরসিংদী প্রতিনিধিঃ আগামী ২৮ই নভেম্বর পাইকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল হাসেমের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ই নভেম্বর) বিকালে নরসিংদী সদর উপজেলার মাধবদীর পাইকারচর ইউনিয়নের বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম । এসময় আরো বক্তব্য রাখেন মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক সদস্য ভি পি রিয়াজুল ইসলাম,মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ
এনামুল হক শাহিন,পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান,পাইকারচর ইউনয়ন সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ সোলাইমান তালুকদার সুমন,পাইকারচর ইউনিয়ন চাকরিজীবি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব হাজী মোঃ লস্কর আলী প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূণরায় আলহাজ্ব আবুল হাসেমকে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানান।