খুলনার পাইকগাছায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ হাজার ৮শ ৭২ ভোট পেয়ে আনন্দ মোহন বিশ্বাস বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের কামরুল হাসান টিপু পেয়েছেন ৩১হাজার ২শ ৭৮ ভোট। ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে দোয়াত কলম প্রতিক নিয়ে এ্যাড. শেখ আবুল কালাম আজাদ ১৩ হাজার৭শ ৩২ ভোট, কাপ পিরিচ প্রতিক নিয়ে স ম শিবলী নোমান রানা ১ হাজার ৩শ ৯৯ ভোট, আনারস প্রতিক নিয়ে কৃষ্ণ পদ মন্ডল ১হাজার ৪৯ ভোট ও হেলিকপ্টার প্রতিক নিয়ে আসাদুল বিশ্বাস ৪শ ৮০ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী অনিতা রানী মন্ডল (ফুটবল) প্রতীকে ৩৬ হাজার ২শ ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ময়না খাতুন (হাঁস) প্রতিকে ২১ হাজার ৯শ ৬৪ ভোট পেয়েছেন। পদ্মফুল প্রতীক নিয়ে লিপিকা ঢালী ১৫হাজার ৭শ ৪৩ ভোট ও কলস প্রতীক নিয়ে ইয়াসমিন বুসরা ৬হাজার ৪শ ৭০ ভোট পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী স ম আব্দুল ওয়াহাব বাবলু ( পালকি) প্রতীকে ১৮হাজার ১শ ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুকুমার চন্দ্র ঢালী (উড়েজাহাজ) প্রতীকে ১৪হাজার ৮শ ২০ ভোট পেয়েছেন।
মাইক প্রতিক নিয়ে মোঃ সিরাজুল ইসলাম ১০হাজার ৯ ভোট,টিয়া পাখি প্রতিক নিয়ে বজলুর রহমান ৯হাজার ৪শ ৯১ ভোট, টিউবওয়েল প্রতিক নিয়ে ফরহাদ হোসেন ফয়সাল ৮হাজার ৫শ ৯৫ ভোট, বই প্রতিক নিয়ে বাবুল শরীফ ৬হাজার ৪শ ৫৫ ভোট,তালা প্রতিক নিয়ে শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু ৫ হাজার ৫শ ৮৫ ভোট,চশমা প্রতিক নিয়ে এস এম হাবিবুর রহমান মুছা ৪ হাজার ২শ ৭৮ ভোট ও আইসক্রীম প্রতিক নিয়ে মিলন মোহন মন্ডল ৩ হাজার ২শ ৬৫ ভোট পেয়েছেন।
সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৭টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়েছে।
নির্বাচনে এ উপজেলায় ২লক্ষ ৩১ হাজার ৯ শত ১৩ জন ভোটারের মধ্যে ৭৯ হাজার ৯শ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।