পঞ্চগড়ে ঝড় বাতাস, শীত ও বৃষ্টিতে স্থবির করে দিয়েছে জনজীবন। হাড় কাঁপানো কনকনে শীত আর গুড়ি গুড়ি বৃষ্টিতে পঞ্চগড়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে। গোটা দিনভর আকাশ মেঘে ঢাকা। দেখা মেলেনি সূর্যের।
শুক্রবার ( ৪ জানুয়ারি ) ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, প্রচণ্ড ঝড় বাতাস আর শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। উত্তরের হিমেল হাওয়ায় কাঁপ ধরেছে হাড়ে। বিশেষ করে ছিন্নমূল মানুষের গায়ে পড়ছে শীতের কামড়। একটু উষ্ণতার জন্য গরম কাপড় গায়ে জড়াচ্ছেন সবাই। কেউ কেউ আগুনের কুণ্ডলীতে উত্তাপ নিচ্ছেন। শ্রমজীবী সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। নিতান্ত প্রয়োজন না হলে কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। একদিনে অন্যদিনের তুলনায় পঞ্চগড় শহর প্রায় ফাঁকা।
সন্ধ্যা নেমে আসার আগেই অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলেন। তবে শহরের ফুটপাতের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। লেপ-তোষকের দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। শীতে প্রকৃতিতে বিরাজ করছে জবুথবু অবস্থা। গুড়ি গুড়ি বৃষ্টিতে শীতকালীন সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা ।
এ অবস্থায় শিশুদের নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানান পঞ্চগড়ের মেডিকেল অফিসার । তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ জানিয়েছেন,পঞ্চগড়ে ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, তেঁতুলিয়ায় গত কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।