নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ পত্নীতলায় ১৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন পত্নীতলায় উপজেলার পাটিচরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাটিচরা ইউনিয়ন চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ ছবেদুল ইসলাম রনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (১০ মে) ইউনিয়নের ১৮০০ গরীব অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি ও দুধ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পাটিচরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ওমর ফারুক সহ প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
মোঃ ছবেদুল ইসলাম (রনি) বলেন, করোনা ভাইরাস সারা পৃথিবীতে দ্বিতীয় ধাপে মহামারীর আকার ধারণ করেছে, এই মরণব্যাধি করোনা ভাইরাসের কবল থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য সরকার লকডাউনের ঘোষণা দিয়েছেন, এর কারণ গরীব অসহায় খেটে খাওয়া মানুষগুলো পক্ষে ঈদের বাজার করা খুব কষ্টকর।
সেইজন্য আমি আমার সামর্থ অনুযায়ী তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমি সকলের কাছে দোয়া চাই বাঁকিটা জীবন যেন এই গরীব অসহায়দের মাঝে সূখ ও দুঃখের বন্ধু হয়ে তাদের সাথেই থাকতে পারি।