নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৩৩ শতাংশ। এরমধ্যে সদর উপজেলায় ১৭ জন, লোহাগড়া উপজেলায় ১৯ জন এবং কালিয়া উপজেলায় ১৬ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন।
জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩৬ জন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নড়াইলে স্থানীয়ভাবে চলছে চর্তুথ দিনের মত চলছে দ্বিতীয় দফার কঠোর লকডাউন, চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। লকডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।