নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত
উজ্জ্বল রায়
প্রকাশের সময়
শনিবার, ৫ জুন, ২০২১
নড়াইল জেলা প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর ও নড়াইল শাখা কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনূষ্ঠানে সভাপতিত্ব করেন নার্গিস বেগম ও বিশ^াস জাহাঙ্গির আলম। প্রধান অথিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহন করে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম,শামসুজ্জামান দুদু,নিতাই রায় চৌধূরী,চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জ,সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,জয়ন্ত কুমার কুন্ডু,নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,নড়াইল সদর পৌর বিএনপির আহবায়ক মোঃ আজিজার রহমান,কালিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব স, ম, ওয়াহিদুজ্জামান মিলু,লোহাগড়া পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন মহত, নড়াইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আলী হাসান,সদর থানা বিএনপির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম পলাশ,লোহাগড়া থানা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান,সাধারন সম্পাদক মোঃ সায়দাত কবির রুবেল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান,সদস্য সচিব মঞ্জরুল সাইদ বাবু,যুগ্ন আহবায়ক বায়জিদ বিল্লাহ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সনি প্রমূখ।
বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্বার মাগফিরাত কামনা করে বলেন তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।