নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ইয়াবাসহ ২ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সন্ধ্যার দিকে ইয়াবা বেচা-কেনার সময় র্যাব-৬ তাদের সদরের তুলারপুর গ্রাম থেকে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার (৬ জুন ) সন্ধ্যার দিকে র্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের কাজীবাড়ির সামনে কয়েক ব্যক্তি মাদকদ্রব্য বেচা-কেনা অবস্থায় দু’জনকে গ্রেফতার করে। তারা হলো তুলারামপুর গ্রামের নওশের মোল্যার পুত্র মঞ্জুর আলম (৩০) এবং কাশেম মোল্যার পুত্র রবিউল ইসলাম (৩২)।
এ সময় আসামীদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে।