নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে নিখোঁজের একদিন পর প্রান্ত নামে দেড় বছরের একটি শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত প্রান্ত সদর উপজেলার দলজিতপুর গ্রামের মৃত্যুঞ্জয় পালের একমাত্র ছেলে।
জানা গেছে, মঙ্গলবার ৮জুন বিকালে উঠানে খেলতে খেলতে এক সময় প্রান্ত প্রস্রাব করে পরনের প্যান্ট ভিজিয়ে ফেললে শিশুটির মা সন্ধ্যা রানী সেটি পাল্টানোর জন্য ঘরে প্যান্ট আনতে যান। ঘর থেকে প্যান্ট খুঁজে নিয়ে ফিরতে একটু বিলম্ব হয়। এই সময়ের মাঝেই বাড়ির আঙ্গিনা থেকে প্রান্ত নিখোঁজ হয়ে যায়। প্যান্ট নিয়ে বাইরে এসে সন্ধ্যা রানী ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে পাড়া প্রতিবেশিরা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিস বাড়ির পাশের জলাশয় ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় অনেক রাত পর্যন্ত খোঁজা খুজি করেও শিশুটির সন্ধান মেলেনি। পরে আজ বুধবার দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।