নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার সমেরুখোলা গ্রাম থেকে বিপুল পরিমান গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম গোয়েন্দা পুলিশের হাতে আটক।পুলিশ সুত্রে জানা যায়,(২৫ জুন) শুক্রবার রাত ১২ঃ৩০ ঘটিকার সময় গোঁপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানাধীন সমেরুখোলা গ্রাম হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃশামীম শেখ (৩০),পিতা-মোঃইউসুফ শেখ,গ্রাম-সমেরুখোলা থানা, কালিয়া,জেলা-নড়াইল কে অবৈধ ৪৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার পূর্বক সদর থানায় হস্তান্তর করা হয়লো ও নিয়মিত মামলা চলমান।
স্থানীয় সমেরুখোলা গ্রামবাসি জানান,শামীম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রামে এসব মাদক যুবসমাজের কাছে বিক্রি করে যুবসমাজকে ধংশের মূখে ফেলেছে।শামীম মাদক নিয়ে পুলিশের হাতে বার বার আটক হলেও কয়দিন জেল খেটে বের হয়ে আবারও নিয়মীত মাদক বিক্রি করে।শামীমের এ মাদকের থাবায় সমেরুখোলা স্কুল কলেজে পড়ুয়া ছাত্র সহ গ্রামবাসি আজ অতিষ্ঠ।