fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

নড়াইলে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার ১

                                           
উজ্জ্বল রায়
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের যাদবপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসমী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।বৃহস্পতিবার ১৭ জুন রাত্রি সাড়ে ১২ টার দিকে মো: বাদল ফকির (২৭) নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় কালিয়া থানাধীন যাদবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মো: বাদল ফকির (২৭) কে ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটককৃত মো: বাদল ফকির (২৭) কালিয়া থানার যাদবপুর গ্রামের মৃত- মো: সালাম ফকির এর ছেলে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে যাদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন