fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

নড়াইলের রিফাহ্ নাঞ্জীব আনা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন

                                           
প্রকাশ : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

২০২০-২১ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। নড়াইল সদর উপজেলার মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী রিফাহ্ নানজীব আনা এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।

রিফাহ্ নানজীব আনা নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় থেকে যশোর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ও এসএসসিতে জিপিএ ৫ এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছেন।

বিষয়টির সত্যতা জানিয়েছেন তার মামা পাপ্পু ও মামী শারমিন সহ এলাকাবাসি তারা সবাই বলেন আমরা খুবই গর্ববোধ করছি।

তার বাড়ী নড়াইল সদর গ্রাম – ভওয়াখালি,পোস্ট-রতনগঞ্জ,থানা +উপজেলা-নড়াইল সদর,জেলা -নড়াইল।

তার বাবা মোঃ নজরুল ইসলাম একজন সাধারণ ব্যাবসায়ী ।

মা নার্গিস সুলতানা একজন স্কুল শিক্ষক। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর থেকেই অভিনন্দণে ভাসছেন রিফাহ্ নানজীব আনা ও তার বাবা-মাকেও অভিনন্দণ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।

মেডিকেলের ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে ভীষণ খুশি রিফাহ্ নানজীব আনা । তিনি বলেন, পরীক্ষা ভালো দিয়েছিলাম। ভালো ফল হবে তা জানতাম। এই ফলে আমি দারুণ খুশি। এমন ফলের পেছনে মা-বাবা সহ শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। একজন ভালো ডাক্তার সমাজ ও দেশের অনেক কল্যাণ করতে পারে। আমি চিকিৎসক হয়ে দেশের জন্য, আর্তমানবতার জন্য কাজ করতে চাই।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন