fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

নড়াইলের পল্লীতে বিষ দিয়ে মাছ নিধন

                                           
উজ্জ্বল রায়
প্রকাশ : সোমবার, ২১ জুন, ২০২১
নড়াইলের পল্লীতে বিষ দিয়ে মাছ নিধন

নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলের নলদী ইউনিয়নে চরবালিদিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে, মৃত মুন্সি শামসুর রহমানের ছেলে মোঃ ইমরুলমুন্সি(৩৫) নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চরবালিদিয়া মৌজার নিজ গ্রামে ৩ একর জমিতে ৩ টি মাছের ঘের করে প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয় করে। এবং ৭ লক্ষ টাকার রুই, কাতলা, সিলভার কাপ, গ্লাস কাপ, পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন।

পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আকমল মুন্সিসহ তার (৬৫) ছেলে আকিদুল মুন্সি (৩২), মো ইকলিম রেজা( ৪৫),মো জামাল হোসেম উভয় পিং নবির হোসেন, মো মিন্টু( ৩২)মোল্লা পিং মোকতার হোসেন, শিমুল হোসেন(৩৫)পিং মুরাদ হোসেন পাখি, কুবাদ হোসেন( ৪০)পিং মোতিয়ার, মো মুরাদ হোসেন পাখি (৬৫)পিং মৃত রফি উদ্দিন। এদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল তারই সূত্র ধরে দিবাগত আনুমানিক রাত ১০ টার সময় আমার ৩টি ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লক্ষাধিক টাকার মাছ নিধন করে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন , অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে । তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন