fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

নড়াইলের পল্লীতে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

                                           
উজ্জ্বল রায়
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে পানিতে ডুবে দুই স্থানে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে এবং অন্যস্থানে পানিতে ডুবে একজন নিখোঁজ রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর থেকে নিখোঁজের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কুমড়ি পশ্চিমপাড়ায় আজম মোল্যার মেয়ে আদিবা খানম (৩) বিকালে বাড়ির পার্শ্বে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া নড়াইলের লোহাগড়া পৌরসভার কলেজ পাড়ায় দাউদ সরদারের ছেলে টিপু সরদার (৪০) দুপুরে বাড়ির পার্শ্বে একটি পুকুরে গোসল করতে যান। সেখান থেকে দীর্ঘসময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয়।

একপর্যায়ে স্থানীয়রা ওই পুকুরের পানিতে নেমে তাকে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এদিকে উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা এলাকায় মধুমতি নদীতে দুপুরে খেপলা জাল নিয়ে মাছ ধরতে গিয়ে চাচই-ধানাইড় গ্রামের মোবারক মোল্যার ছেলে ওহাব মোল্যা (৬০) পানিতে পড়ে নিখোঁজ হন। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

নড়াইলের লোহাগড়া ফায়ার স্টেশন অফিসার মাসুদ রানা জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নড়াইলের লোহাগড়া থানার ওসি আবু হেনা মিলন জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন