মেহেরপুরের গাংনী পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস ২০১৫ সালের গাংনী পৌরসভা সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ায় বিজয়ী সতন্ত্র মেয়র তাকে স্বপদ হতে সাসপেন্ড করেন।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় দীর্ঘ ৫ বছর পর নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস’র চাকরির স্থগিত পত্র তুলে নিয়ে স্বপদে যোগদান করার অনুমতি প্রদান করেন।
জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস জানান, গত ২০১৫ সালের ৩০ শে ডিসেম্বর আওয়ামীলীগ নৌকা মননীত প্রার্থী আহম্মেদ আলীর নির্বাচন করার কারণে ২০১৬ সালে সাবেক মেয়র আশরাফুল ইসলাম আমাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্রমূলকভাবে সাসপেন্ড করেছিলেন।
তিনি আরো বলেন, গাংনী পৌরসভার নবনির্বাচিত বর্তমান মেয়র আহম্মেদ আলী আমাকে স্বপদে বহাল রাখার সুযোগ করে দেওয়ায় আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।