fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে ছিন্নমূল মানুষদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন

                                           
এস আহমেদ ফাহিম
প্রকাশ : মঙ্গলবার, ১১ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে দেখা মেলে শতাধিক ছিন্নমূল মানুষের।একসাথে বসে ইফতার করছেন তারা।করোনা মহামারীতে লকডাউনে বিপর্যস্থ এই ছিন্নমূল মানুষদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

ইফতারের এই আয়োজন চলবে পুরো রমযান মাসব্যাপী।ছিন্নমূল মানুষদের ইফতার আয়োজনের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শাহেদ মুনীম ফয়সল। নোয়াখালীর চৌমুহনীর একজন সমাজকর্মী শাহেদ।

মাসব্যাপী এই ইফতার কর্মসূচির আয়োজনে যুক্ত আছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা গোলাপ’ এবং ‘সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন (মানুষের জন্য সেবা)’।ইফতার আয়োজনের এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।নোয়াখালীতে ছিন্নমূল মানুষদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন

এই আয়োজনের বিষয়ে প্রধান সমন্বয়ক শাহেদ জানান,করোনার সংক্রমণের শুরুতে কর্মহীন হয়ে পড়া ভাসমান মানুষদের জন্য লঙ্গরখানা চালু করেন শাহেদ। লঙ্গরখানা চালানোর উদ্যোগ অনেক সাড়া ফেলে। সেই অভিজ্ঞতা থেকে মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নেন শাহেদ।লঙ্গরখানা চালিয়ে যেতে তখনকার বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মরহুম ওমর ফারুক বাদশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম সর্বাত্মক সহযোগীতা করেন বলে জানান শাহেদ।

শাহেদ আরো জানান,১০০ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয় এবং ইফতার আয়োজনে জনপ্রতি ৩২ টাকা করে খরচ হয় এবং । ইফতারের মেন্যুতে বুট, পেয়াজু, আলুর চপ, বেগুনি, খেজুর ও মুড়ি রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশন করেন স্বেচ্ছাসেবীরা। বসার স্থানকে জীবানুমুক্ত করে খাবার গ্রহীতাদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজন অব্যাহত রয়েছে।

শাহেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতা করেছেন বিভিন্ন শ্রেণির মানুষ।শাহেদ বলেন,ইফতার কর্মসূচিতে যেকেউ সহযোগিতা করতে পারেন।

সহযোগিতা পাঠানো যাবে বিকাশে

০১৮৬৬-৩৭৩৩৪৫ এই নাম্বারে এবং রকেটে ০১৮২২৩৭১৯৮৬-৬ নাম্বারে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন