নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ এবং পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) কর্তৃপক্ষ।
আজ(৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নোটিশে এ বিষয়ে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়,কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে মন্ত্রীপরিষদ বিভাগের ৩ ফেব্রুয়ারি,২০২২ এর প্রজ্ঞাপনের আলোকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে।পরীক্ষাসমূহ পূর্বের ন্যায় চলমান থাকবে। অনলাইন ক্লাসসমূহ শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় চলমান থাকবে।
নোটিশে আরো বলা হয়,বিশ্ববিদ্যালয়ের সকল অফিসের কার্যক্রম সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রোস্টারের মাধ্যমে চলমান থাকবে।এছাড়াও জরুরি সেবাসমূহ(পানি,বিদ্যুৎ, গ্যাস,
ইন্টারনেট,স্বাস্থ্যসেবা,পরিষ্কার-পরিচ্ছন্নতা)ইত্যাদি যথারীতি চলমান থাকবে বলে নোটিশে জানানো হয়েছে।