নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে মেহেরপুরের গাংনীতে বিএনপি জামায়াত ও ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুর ১২ টায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুলের নেতৃত্বে গাংনী হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়, পরে বিক্ষোভ মিছিলটি হাসপাতালে বাজারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, মেহেরপুর জেলা ছাএলীগের সহ-সভাপতি ফয়সাল জাহান শিশির, হুমায়ন কবির লিখন, ফিরোজ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, সাংগঠনিক সম্পাদক রাইহানুর জামান নিরব, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন, উপ দপ্তর সম্পাদক শাহিন রেজা, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি মো: ইউসুফ আলী, সজীব ওয়াজেদ জয় পরিষদ গাংনী শাখার সাধারন সম্পাদক মোঃ আশিকুর জামান সবুজ, গাংনী উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি জামিরুল ইসলাম, গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম রিমন।
এছাড়াও ছাত্রলীগ নেতা শুভ আহমেদ, সাকিব, তন্ময়, জোবায়েদ হোসেন জামিল মোঃ লিজন হোসেন,নাছিম আহমেদ, শাকিব, শাকিল, বাধন, শিপন, চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।