শ্রীমঙ্গল প্রতিনিধিঃ সুনীল রায় ফাউন্ডেশনের পক্ষ থেকে মৃত লক্ষী রানী দাশ’র শ্রাদ্ধানুষ্টান সম্পন্ন করা হয়।তাঁর পরিবারের পক্ষে শ্রাদ্ধানুষ্টান করা সম্ভব হচ্ছিল না।নেই নিজের জমি,ঘর, অর্থ। তাঁর শেষকৃত্য সম্পন্ন করার খরচ দেন সনজয় রায় রাজু ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
আজ শনিবার (২১আগস্ট) প্রয়াত সুনীল রায়ের ছোট ছেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সভাপতি, করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকারে সরাসরি যুক্ত সনজয় রায় রাজু শ্রাদ্ধানুষ্টানের এসব খরচ বহন করেন। শ্রাদ্ধানুষ্টান শ্রীমঙ্গল পৌর শশ্মানে করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল রায়ের বড় ছেলে শ্রীমঙ্গল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শুভ্র রায়,ছোট ছেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সভাপতি সনজয় রায় রাজু,দেহ সৎকারে সরাসরি যুক্ত অর্জুন দাশ, সুদীপ দাস রিংকু,দিবস মজুমদার,মৃতের ছেলেরা,আত্মীয়স্বজন প্রমুখ।