প্রকৃতি সে অলংকৃত দ্বিধার নিরসন
মানবের ভঞ্জনে নিতান্তই অবধারণ
অবরুদ্ধ নিরর্থ ভ্রুকুটি আজ নিবারণ।
নিত্য নিয়তি সে মনুষ্যের খন্ডন
ললাটের লিপি যেন স্রষ্টার নির্ধারণ
মানবশিশু আবর্তন মাতার অবধারণ।
কুশল চিন্তনে ধরণী আজ মহাসুরমারণ
পতিহীন যুবতী তাই হয়েছে বররমণীরমণ
শ্যামগম্ভীর মলয়ানিল মাপে অন্যধন।
প্রয়াসিনীর অনির্ণেয়তা ক্ষুদ্রতামোচন
অবলীলায় নিরীন্দ্রিয় হয়েছে দূরীকরণ
নির্বাক পৃথিবীর অস্বীকৃত নিরাকরণ।