নিজস্ব প্রতিবেদকঃপরিবেশ রক্ষায় নিজ উদ্যোগে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে করমদী স্বাস্থ্যসেবী সংগঠনের কর্মীরা। আজ ১১ জুন করমদী স্বাস্থ্যসেবী সংগঠন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ২নং তেঁতুলবাড়িয়া ইউনিয়ন এর ৭নং ওর্য়াড এর মেম্বার মোহাঃআব্দুল হামিদ ও এলাকার সম্মানীয় বড় ভাই আব্দুল-আল মামুন,মতিয়ার রহমান,বখতিয়ার রহমান ও রুবেল হোসেন সহ করমদী স্বাস্থ্যসেবী সংগঠনের উপদেষ্টামন্ডলীরা উদ্বোধন করেন
উদ্বোধন অনুষ্ঠানে মোহাঃআব্দুল হামিদ বলেন সবাইকে ৩টি করে গাছ লাগাতে হবে। সেটা নিজের জায়গায় হোক বা নিজের জায়গা না পেলে যেখানেই হোক, রাস্তার পাশে হলেও তিনটি করে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না। পরিচর্যা করতে হবে নিজ উদ্যোগে জনসমাগম না করে নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে করমদী স্বাস্থ্যসেবী সংগঠনের কর্মীরা।
উল্লেখ্য, জারুল,আমলকী, বকুল,কৃষ্ণচূড়া ইত্যাদি রোপন করা হয়